দেশ

পাকিস্তানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬, আহত ১০

ঞ্জাব প্রদেশের ঝিলামে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ছয়জন। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের আবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। ধ্বংসস্তুপের নিচে আরও কেউ চাপা পড়ে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঝিলামের ডেপুটি কমিশনার সামিউল্লাহ ফারুখ জানিয়েছেন, রবিবার সকাল পৌনে দশটা নাগাদ গ্র্যান্ড ট্রাঙ্ক (জি টি) রোডের একটি তিনতলা ভবনে আচমকাই রান্নার গ্যাসে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ বিস্ফোরণে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে গোটা বাড়িটি। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন বাড়ির বাসিন্দারা। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ধ্বংসস্তুপ সরিয়ে ছয়জনের নিথর দেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও ১০ জনকে উদ্ধার করে ঝিলম জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।