দেশ

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৬, জখম বহু

শনিবার সকালে তামিলনাড়ুর বিরুধনগর জেলার সাত্তুরের কাছে এক বাজি কারখানায় বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আহত বেশ কয়েকজন। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা সংকটজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সাইনাথ নামে ওই বেসরকারি বাজি কারখানার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার চারটি ঘর পুরোপুরি ধসে পড়েছে। কীভাবে হল এই বিস্ফোরণ? তা সঠিকভাবে বলা না হলেও জানা গিয়েছে যে, বাজি শ্রমিকরা যখন মশলা মেশাচ্ছিলেন তখনই বিস্ফোরণ ঘটে। অন্য একটি সূত্র জানাচ্ছে যে, শর্ট সার্কিট থেকেও বিস্ফোরণ ঘটতে পারে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। সেখানে কেউ আটকে রয়েছেন কিনা তাও দেকা হচ্ছে। পুলিশ ও দমকল কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আরও কেউ আটকে পড়ে রয়েছেন কিনা তার খোঁজ চালাচ্ছেন।