জেলা

বাগডোগরা থেকে বাতিল ৬টি উড়ান

বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দর থেকে ৬টি উড়ান বাতিল হয়। এতে বিপাকে পড়তে হয় যাত্রীদের। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন মোট ২৭টি উড়ান ছিল। ২১টি উড়ান ওঠানামা করতে পেরেছে। তাতে মোট ২২৪০ জন যাত্রী আগমন করেছেন এবং ৩১৩০ জন যাত্রী প্রস্থান করেছেন। বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর সুব্রমণি পি বলেন, এদিন ছ’টি উড়ান বাতিল হয়েছে।  আগেভাগেই বিমান সংস্থাগুলি তাদের যাত্রীদের জানিয়ে দিয়েছিল।