কলকাতা

রাজ্যে বেআইনি বাজি তৈরীর কারখানা রুখতে ৬ দফা নির্দেশিকা জারি করল নবান্ন

এগরার বিস্ফোরণের পর রাজ্যে বেআইনি বাজি তৈরীর কারখানা রুখতে কড়া পদক্ষেপ নিল নবান্ন। ভবিষ্যতে এই ধরনের অঘটন রুখতে ছয় দফা নির্দেশিকা জারি করলো নবান্ন। ইতিমধ্যে সেই নির্দেশিকা গুলি রাজ্যের প্রতিটি জেলার পুলিশ সুপার এবং কমিশনারেট এলাকায় কমিশনারের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই নির্দেশিকা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই ছ দফা নির্দেশিকা স্থানীয় প্রশাসনকে অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট ৬ দফা নির্দেশিকা হল-

(১)বেআইনি বাজি তৈরির ব্যবসায় যুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(২)বেআইনি বাজি কারখানায় নিয়মিত নজরদারি চালাতে হবে।

(৩)বিস্ফোরক পেলেই বাজেয়াপ্ত করতে হবে।

(৪)বাজেয়াপ্ত হওয়া সামগ্রী নির্দিষ্ট নিয়ম মেনে নষ্ট করতে হবে।
যাতে আর নতুন করে অসাধু ব্যবসায় যুক্ত হতে না পারেন। তাই বেআইনি বাজি প্রস্তুতকারক সম্পর্কে সমস্ত তথ্য স্থানীয় থানাকেও জানিয়ে রাখতে হবে।

(৫)বাজি কারখানায় সাধারণত স্থানীয় বাসিন্দারাই কাজ করেন। তাই প্রয়োজন হলে তাঁদের পুনর্বাসনের বন্দোবস্ত করতে হবে স্থানীয় প্রশাসনকেই।

(৬) স্থানীয় বাসিন্দাদের বেআইনি বাজি তৈরি করলে কি কি অঘটন বা বিপদ হতে পারে সে সম্পর্কে সচেতন করতে হবে।

ইতিমধ্যেই নবান্ন থেকে এই নির্দেশিকা জারি হওয়ার পরেই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত(Barasat) এলাকায় শুরু হয়েছে বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান।