হঠাৎ ঝড়ে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির উপর গাছ উপড়ে পড়ে মৃত্যু হল ৬ জনের, আহত হয়েছেন আরও একাধিক মানুষ। রবিবার সন্ধ্যা নাগাদ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের কুলু থেকে ৪০ কিলোমিটার দূরে মণিকারণ এলাকায়। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা নাগাদ হঠাৎ ৪০ থেকে ৫০ কিমি গতিতে ঝড় বইতে শুরু করে ওই অঞ্চলে। ঝড়ের হাত থেকে রেহাই পেতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়তে শুরু করেন মানুষ। এই সময় মণিকরণ গুরুদ্বারের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর উপড়ে পড়ে একটি গাছ। গাড়ির ভিতর সেই সময় একাধিক যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ঝড়ের জেরে ওই অঞ্চলের একাধিক জায়গায় নেমেছে ধস। উল্লেখ্য, গত বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের তরফে হিমাচলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাষ দেওয়া হয়েছিল।
