উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের ৷ জখম হয়েছেন অনেকে ৷ সোমবার রাতে দেওরিয়ায় গৌরী বাজার-রুদ্রপুর রোডে ইন্দুপুর কালীমন্দিরের কাছে একটি এসইউভি ও একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় আরও একজনের ৷ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ মৃতদের পরিচয় শনাক্ত করে জানা গিয়েছে তাঁরা হলেন বাসচালক রামানন্দ মৌর্য, শুভম গুপ্ত, রাম প্রকাশ সিং, বশিষ্ঠ সিং, জোগান সিং, অঙ্কুর পাণ্ডে ৷