নেপাল-ভূমিকম্পের আঁচ পড়শি তিন দেশে। চিন, বাংলাদেশের পাশাপাশি কাঁপল ভারতও । মধ্যরাতে দেশের উত্তরে আতঙ্কে হুড়োহুড়ি। দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারে কম্পন। কলকাতাতেও ধাক্কা। অনুভূত বাংলার একাধিক জেলাতেও। তবে মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্পে তছনছ নেপাল। ইতিমধ্যেই ১৩০ পার মৃত্যুমিছিল। জখম শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাত ১১.৩২ মিনিটে ৬.৪ মাত্রার কম্পন ঝাঝারকোটে। লণ্ডভণ্ড রুকুম। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধার। শোক দাহালের। বার্তা প্রধানমন্ত্রী মোদিরও। এক মাসে তিনবার কাঁপল নেপাল। উষ্ণায়নে বরফ গলায় ভূপৃষ্টে কমছে চাপ,সাগরে বাড়ছে জল। ভর-ভারের অদলবদলেই সক্রিয় ইন্দো- অস্ট্রেলিয়ান টেকটনিকে প্লেট। আঁচ পড়বে সিকিম, দার্জিলিঙেও শঙ্কা বিশেষজ্ঞদের। নেপালে ভূমিকম্পে মারা গেলেন নালগড় পৌরসভার উপপ্রধান সরিতা সিং।