ভারী বৃষ্টিতে আবারও ভয়াবহ ভূমিধসের সাক্ষী থাকল হিমাচল। ভেঙে পড়ল পরপর বাড়ি। নিমেষের মধ্যে তলিয়ে গেল নদীতে। কুলুতে ভূমিধসের কারণে পরপর ৭টি বহুতল ভেঙে পড়েছে। প্রবল বর্ষণের মাঝেই বাড়িগুলোতে ফাটল দেখা গিয়েছিল। যার পরে তিনদিন আগেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একটানা বৃষ্টি, ধস ও মেঘ ভাঙা বৃষ্টিতে বুধবার হিমাচলে ১২ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসেই এখনও পর্যন্ত ১২০ জন প্রাণ হারিয়েছেন হিমাচলে। এই পরিস্থিতিতে আবারও লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে হিমাচলের ৬ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবারও হড়পা বানের আশঙ্কা রয়েছে। বুধবার থেকে আগামী দুইদিন সিমলা, সালান, মান্ডি জেলার সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। কুলু থেকে মান্ডি যাওয়ার রাস্তায় ধস নামার ফলে, সেই রাস্তায় আটকে বহু গাড়ি। যদিও রাস্তা পরিষ্কার করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।