Posted onAuthorবঙ্গনিউজComments Off on মেক্সিকোয় বন্দুকবাজের হামলায় মৃত ৭
মেক্সিকোয় বন্দুকবাজের হানা। গতকাল মধ্য মেক্সিকোর একটি ওয়াটার পার্কে আচমকাই হামলা চালায় এক বন্দুকবাজ। তাতে মৃত্যু হয় সাতজনের। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও। ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। বন্দুকবাজের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।