পঞ্জাবের লুধিয়ানার আগুনে পুড়ে মৃত্যু হল বিহারের বাসিন্দাদের৷ বুধবার ভোররাতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান একই পরিবারের ৭ সদস্য৷ বাবা-মা ছাড়াও আগুনে পুড়ে মারা গিয়েছে পাঁচ সন্তান৷ নিহতদের মধ্যে রয়েছে দু’বছরের শিশুও৷ স্থানীয়রা জানিয়েছেন, পুরসভার ভ্যাটের কাছে একটি ঝুপড়িতে থাকত পরিবারটি৷ গভীর রাতে সেখানে আগুনে লাগে৷ তাতে মৃত্যু হয় সাতজনের৷ লুধিয়ানার অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার সুরীন্দর সিং জানিয়েছেন, নিহতরা হলেন সুরেশ (৫৪), রৌউর দেবী (৫০), রাখি (১৫), মনীষা (১০), চন্দা (৮), গীতা (৬) এবং সানি (২)৷ কাজের খোঁজে পরিবারটি বিহার থেকে লুধিয়ানায় চলে আসে৷ সুরেশ পরিযায়ী শ্রমিকের কাজ করত৷ তাঁর ছেলে-মেয়েরা জঞ্জাল কুড়িয়ে টাকা রোজগার করত৷ ঘটনার সময় সকলে ঘরে ঘুমাচ্ছিলেন৷ তখনই আগুন লাগে৷ জীবন্ত প্লাস্টিক এবং দাহ্য পর্দাথ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ কেউ পালানোর সুযোগ পাননি৷ অগ্নিদগ্ধ হয়ে মারা যান সবাই৷ শুরু হয়েছে তদন্ত৷