থানার ৭ পুলিশকর্মী এবার করোনা আক্রান্ত হয়েছেন। ওই পুলিশকর্মীদের লালারস পরীক্ষার জন্য নাইসেডে পাঠানো হয়েছিল। শনিবার সেই রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ৭ জনের মধ্যে ১ জন সাব ইন্সপেক্টর, ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ২ জন কনস্টেবল ও ১ জন সিভিক ভলান্টিয়ার বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভার উদ্যোগে কসবার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জীবাণুমুক্ত কাজ। বিবি চ্যাটার্জি রোড, কসবা বাজার, বোসপুকুর সহ থানা পার্শ্ববর্তী একাধিক এলাকায় ঘুরে ঘুরে সেনিটেশন অভিযান চালালেন পুরকর্মী ও দমকলকর্মীরা। এদিকে করোনায় মৃত্যু এক সিভিক ভলান্টিয়ারের। ইস্ট ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। তার করোনা উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপর ওই সিভিক ভলান্টিয়ারকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয়।