কোচবিহারে মানসাই নদীর জলে তলিয়ে গেল ৭টি গ্রাম। দিনহাটার গিতালদহের ২ টি পঞ্চায়েতে জলবন্দী হয়েছেন ৫ হাজার গ্রামবাসী। এদের মধ্যে গিতালদহের ২নং পঞ্চায়েতের ভোরাম পয়েস্তি উত্তর ও দক্ষিণ, দরিবস, জারি ধরলা, দেওয়ানবস, ভারবান্ধা ও গিতালদহ ১ নং পঞ্চায়েতের গোবিন্দ গ্রামটিও জলে তলিয়ে গেছে। গিতালদহের রংপুর রোডের রাজ্য সড়কের উপর দিয়েও বইছে জল। সীমান্তে জলে ডুবে রয়েছে বি এস এফের নির্মীয়মাণ ক্যাম্পও। তবে এখনও উদ্ধার করা হয়নি জলবন্দী বাসিন্দাদের।