বঙ্গোপসাগরে একসঙ্গে অন্তত ২০টি ট্রলার ডুবে যাওয়ার খবর সামনে এসেছে। প্রত্যেকটি ছিল নুনবোঝাই ট্রলার। ঘটনায় ৭০ জনের বেশি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছিল। তবে এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা গেছে। বাংলাদেশের কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও চট্টগ্রামের বাঁশখালী থেকে চট্টগ্রামে আসছিল নুনবোঝাই ট্রলারগুলি। আনোয়ারা উপকূলে সাঙ্গু নদীর মোহনায় থাকাকালীন ঝোড়ো হাওয়ায় ঘটে বিপত্তি। কমপক্ষে ২০ ট্রলার সঙ্গে সঙ্গে ডুবে যায়। সবকটি ট্রলার মিলিয়ে ১০০ জন মাঝি ছিলেন বলে খবর। এই ট্রলার ডুবির খবর আসতেই বাংলাদেশের নৌ-পুলিশ ও উপকূলরক্ষা বাহিনী ঘটনাস্থলে যায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে তাঁরা। এখনও পর্যন্ত ৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে বলে সূত্রের খবর। বাকিদের খোঁজ চলছে।