দেশ

অরুণাচল প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭০০-রও বেশি দোকান

অরুণাচল প্রদেশে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হল ৭০০টিরও বেশি দোকান। মঙ্গলবার ইটানগরের নাহারলাগুন এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হতাহতেরও কোনও খবর নেই। সূত্রের খবর, এদিন প্রথমে নাহারলাগুন এলাকার ২টি দোকানে আগুন লাগে। কিন্তু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একে একে পুড়ে যায় ৭০০টিরও বেশি দোকান। কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।