দেশ

স্বাধীনতা দিবসে দীর্ঘ বক্তৃতা দিয়ে নয়া রেকর্ড প্রধানমন্ত্রীর

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশেই সাজ সাজ রব। এদিকে দিনের শুরুতেই লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এদিন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লা থেকে অষ্টমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী। যদিও স্বাধীনতা দিবসে ভারতীয় প্রধানমন্ত্রীদের দেওয়া দীর্ঘ বক্তৃতার তালিকায় ঠাঁই পেল এদিনের মোদীর ভাষণ। এমনকী দিল্লির মসনদে বসার পর স্বাধীনতা দিবেস মোদীর এটই দীর্ঘ বক্তৃতা বলেও মনে করা হচ্ছে। এদিকে এদিন লালকেল্লার মঞ্চ থেকেই গান্ধীজি থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বসু, ভগত সিং, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসির রানি লক্ষীবাঈদেরও সম্মান জানান তিনি। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা দেশবাসীকে বিশেষ ভাবে মনেও করান তিনি। একই সঙ্গে এদিন তিনি সম্মান জানান দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। সম্মান জানান সর্দার বল্লভ ভাই পটেলকেও। এদিন মোদী বলেন, “আজকের এই বিশেষ দিনে আমি আপামর ভারতবাসী এবং বিশ্বের সমস্ত গণতন্ত্র প্রেমীদের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে জাতির জনক গান্ধীজি হোক বা নেতাজি সুভাষ চন্দ্র বসু, ভগত সিং, মাতঙ্গিনী হাজরা, রানি ঝাঁসি সবাইকে সম্মান জানাতে চাই। বিনম্র শ্রদ্ধা জানাই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সর্দার পটেলকে। কারণ তাদের অবদানের কারণেই আজকের এই ঐক্যবদ্ধ ভারত দেখতে পাই আমরা”। একইসঙ্গে এদিন স্বাধীনতার ভাষণে ঋষি অরবিন্দের কথাও বিশেষ ভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এদিন প্রধানমন্ত্রীকে গার্ড অনার দেওয়া হয় ভারতীয় সেনার পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।