জেলা

নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিংকে ৮ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিল আদালত

 নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিংকে আটদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিল হাওড়া আদালত । নিদির্ষ্ট দিনের একদিন আগেই আজ আদালতে তোলা হয় বলবিন্দর সিংকে ।জানা গিয়েছে, ধৃতদের রবিবার আদালতে পেশ করা হয়। পুলিশের তরফে ১০ দিনের হেফাজতের আবেদন করা হয়। কিন্তু ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলবিন্দর- সহ তিনজনের আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অর্থাত্‍ আগামী ১৯ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হবে তাঁদের। বলবিন্দরকে গ্রেফতার করার পরে বিজেপির তরফে দাবি করা হয় তাঁর বন্দুকের লাইসেন্স রয়েছে। বেআইনিভাবে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়, বলবিন্দরের বন্দুকের লাইসেন্স জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার। তাই রাজৌরির বাইরে এই বন্দুক ব্যবহার করার কোনও অনুমতি নেই তাঁর। উপযুক্ত কোনও কাগজ বলবিন্দর দেখাতে পারেননি বলেই পুলিশ সূত্রে খবর।