ধানবাদে শক্তি মন্দিরের পাশে এক বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মহিলা, শিশু সহ মোট আটজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন একাধিক বাসিন্দা। তাছাড়া আবাসনের ভিতরে আটকে পড়েছেন অসংখ্য বাসিন্দা। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।