শ্রীলঙ্কায় গ্রেফতার হওয়া ৮ মৎসজীবীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়ে এমনই আর্জি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে স্ট্যালিন বলেন, “ভারতীয় মৎসজীবী সর্বোপরি তামিলনাড়ুর মৎসজীবীদের নিরাপত্তা এবং জীবিকার প্রসঙ্গে আমি গভীরভাবে উদ্বিগ্ন ৷ এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করা জরুরি ৷” তামিলনাড়ু মুখ্যমন্ত্রী জানান, বেআইনিভাবে জলসীমা লঙ্ঘনের অভিযোগে ২৯ জুন রামেশ্বরমের ৮ জন মৎসজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী ৷ তাঁদের ট্রলার এবং মাছ ধরার যাবতীয় সামগ্রি কেড়ে নেওয়া হয়েছে ৷ চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, “এই ঘটনার দীর্ঘস্থায়ী জের থেকে যায় ধৃত ও তাঁদের পরিবারের মনে ৷ জীবিকা নির্বাহের প্রয়োজনীয় সামগ্রী তাঁদের ভিন দেশেই ফেলে আসতে হয় ৷ এই বিষয়ে আপনার হস্তক্ষেপ প্রয়োজন ৷ দেশের মৎসজীবীরা যাতে তাঁদর জিনিসপত্র নিয়েই দেশে ফিরে আসতে পারেন, দয়া করে সেই বিষয়টি নিশ্চিত করুন ৷” সেই সঙ্গে স্ট্যালিন জানান, মাছ ধরার মরশুম সবে শুরু হয়েছে ৷ এই আবহে মৎসজীবীদের নিরাপত্তা নিয়ে শ্রীলঙ্কার সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা করুক ভারত সরকার ৷ এই সংক্রান্ত সমস্যাগুলির দ্রুত সমাধান করা হোক বলে চিঠিতে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ৷ রবিবার এক বিবৃতি প্রকাশ করে ভারতীয় মৎসজীবীদের গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী ৷ তাঁরা জানিয়েছেন, অবৈধভাবে সেদেশের জলসীমা লঙ্ঘনের অভিযোগে 8 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ সেই সঙ্গে, মৎসজীবীদের ট্রলারও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ প্রেস বিবৃতিতে বাহিনী আরও জানিয়েছে, উত্তর মান্নারে তল্লাশির সময় এই 8 জন ভারতীয়কে গ্রেফতার করা হয় ৷ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ধৃতদের মান্নারের ফিসারিজ ইন্সপেক্টরেটের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় দ্বীপরাষ্ট্রের নৌবাহিনী ৷


