আজ ফের মায়ানমারে মৃত্যু হল ৮ জন বিক্ষোভকারীর। সেনা শাসনের বিরুদ্ধে পথে নেমে আজ ফের পথে চলল গুলি। আর রক্তাক্ত হল রাজপথ। মৃত্যু হল ৮ জন বিক্ষোভকারীর। মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩২ জন আন্দোলনকারীর। এই পরিসংখ্যান দিয়েছে ‘অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজ়নার্স’ নামে ১টি সংগঠন। মায়ানমারের আউংবান শহরে ৮ জনের মৃত্যু হয়। বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড করে সেনা শাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন তখন। নিরাপত্তাবাহিনী এসে জোর করে সেই ব্যারিকেড তুলতে গেলে আন্দোলনকারীরা বাধা দেন। তখনই গুলি চালায় পুলিশ, মারা যান ৮ জন। সূত্রের খবর, সেনা-বিরোধী খবর করার জন্য মোট ৪২ জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন মায়ানমারে।