দেশ

সিবিআই-ইডির অপব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা-শরদ পাওয়ার সহ বিরোধী নেতৃত্বরা

বিরোধী কণ্ঠস্বর রোধ করতে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে। বিরোধী দলের নেতা-নেত্রীদের নানা কারণে হেনস্তা করছে ইডি-সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির ভুল ব্যবহার হচ্ছে। সেই বক্তব্য পেশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল ৯ বিরোধী দলের নেতৃত্বরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতি প্রধান চন্দ্রশেখর রাও, এনসিপি প্রধান শরদ পাওয়ার সহ মোট ৯ জন বিরোধী নেতা-নেত্রীরা মোদিকে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। বিরোধী দলের নেতারা চিঠিতে লিখেছেন, ‘আমরা আশা করি আপনি একমত হবেন যে ভারত এখনও একটি গণতান্ত্রিক দেশ৷ বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলির নির্লজ্জ অপব্যবহার থেকে বোঝা যায় যে আমরা গণতন্ত্র থেকে স্বৈরাচারে রূপান্তরিত হয়েছি।’ একইসঙ্গে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে চিঠিতে বলা হয়েছে, কোনো প্রমাণ ছাড়াই কথিত অনিয়মের অভিযোগে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে। তবে দেশের ৮ বিরোধী দলের নেতা চিঠিতে সই করলেও দেশের অন্যতম বিরোধী দল কংগ্রেসের তরফে ওই চিঠিতে স্বাক্ষর করা হয়নি।