দেশ

মদ্যপ অবস্থায় মাঝ আকাশে ফের সহযাত্রী গায়ে প্রস্রাব

আবারও বিমানের মধ্যে সহযাত্রী গায়ে প্রস্রাব করে দেওয়া ঘটনা ঘটে গেল মাঝ আকাশে। সেই ঘটনা ঘটেছে আমেরিকান এয়ারলাইনসের বিমানে। বিমানটি নিউইয়র্ক থেকে দিল্লি আসছিল। জানা গিয়েছে, আমেরিকান এয়ারলাইনসের বিমানটি নিউইয়র্ক থেকে স্থানীয় সময় অনুযায়ী গত শুক্রবার ৯টা ১৬ মিনিটে ওড়ে। ১৪ ঘণ্টা ২৬ মিনিট উড়ানের পর শনিবার রাত ১০ টা ১২ মিনিটে দিল্লিতে অবতরণ করে আমেরিকান এয়ারলাইনসের বিমানটি। সূত্রের দাবি যাত্রাপথে মাঝ আকাশে ঘটনাটি ঘটে। অভিযুক্ত মত্ত অবস্থায় ছিল এবং ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করে ফেলে যা কোনওভাবে সহযাত্রীর গায়ে গড়িয়ে পড়ে। তার জেরে তিনি বিমানকর্মীদের কাছে অভিযোগ করেন। মাঝ আকাশে প্রস্রাব-কাণ্ডের পর দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল-কে পুরো বিষয়টি জানান ওই বিমানের পাইলট। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-কে সেই তথ্য জানায় এটিসি। দিল্লি বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের বিমান অবতরণের পরেই অভিযুক্তকে আটক করে সিআইএসএফ। জানা গিয়েছে, অভিযুক্ত আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তাই তাঁর কেরিয়ার ও পড়াশোনার কথা ভেবে অভিযুক্তের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি ওই সহযাত্রী।