কলকাতা

‘‌এঁরাই পশ্চিমবঙ্গের ক্ষতির কারণ, পুজোর টাকা তোলা ছাড়া কোনও অবদান ছিল না’, সুব্রতর মৃত্যুর পর ‘‌কুরুচিকর’ পোস্ট রূপার‌

রাজ্য যখন দীপাবলিতে মাতোয়ারা ঠিক তখনই প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। রাজনৈতিক বিরোধিতা থাকলেও তাঁর মৃত্যুর পর স্মৃতিচারণা করেছেন বাম-‌কংগ্রেসের প্রতিনিধিরা। সদ্য প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলি। নাম না করে সদ্য প্রয়াত সুব্রত মুখার্জির উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিলেন তিনি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘‌ধ্যাৎ, সবাই যেন হঠাৎ বালিগঞ্জে একা হয়ে গেল। সরি বস্‌!‌’‌  তাঁর পোস্টের কমেন্টে আবার লিখেছেন, ‘‌তিস্তাকে নিয়েছ বস্। কিছু তো ফেরত নেবে মা কালী।’‌ এখানে সদ্য গাড়ি দুর্ঘটনায় প্রয়াত কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের কথা হলেছন কিনা তা অবশ্য পরিষ্কার করে রূপা কিছু বলেননি। আবার কোথায় লিখেছেন, ‘সুবিধাবাদী, নিজের সুবিধের জন্য ‌দল পরিবর্তন করেছেন‌।’ সেই সঙ্গে তাঁর একডালিয়া এভারগ্রিনের পুজো নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন রূপা। বলেন, ‘‌পুজো ঝকমক করা আর টাকা তোলা ছাড়া যার কোনও অবদান ছিল না, তার জন্য আমার কোনও সম্মান নেই। সরি বস্‌।’‌ এরপর আরও বিস্ফোরক অভিযোগ করেন রূপা। লেখেন, ‘‌২০২১-‌এর ভোটের আগে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ‘ডিল’ পছন্দ হয়নি।’‌ পশ্চিমবঙ্গের ক্ষতির জন্য এঁরা দায়ী বলেও দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ও কমেন্টের পরিপ্রেক্ষিতে গুটিকয়েক সমর্থন থাকলেও বেশিরভাগ সমালোচনামূলক কমেন্টই করেছেন নেটনাগরিকরা। তাঁর প্রয়াণের পর এমন পোস্ট হঠাৎ কেন?‌ শিষ্টাচার নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। রূপার এহেন মন্তব্য মেনে নিতে পারেননি অনেকেই। কেউ লিখেছেন,”একজনের মৃত্যুর পরেও যেভাবে আপনি সামাজিক মাধ্যমে নোংরামো করছেন, তাতে আপনার শিক্ষা বিষয়ে আমি সন্দিহান ।” কারও মন্তব্য,”অসুস্থ মন-মানসিকতার পরিচয়, আপনার মানবিক শিক্ষার প্রয়োজন।”