জেলা

‌জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার দাবিতে কৃষ্ণনগরে অবরোধ, অ্যাম্বুল্যান্সেই মৃত শিশু

গত কালরাতে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার প্রশাসনিক সায় না মেলায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘণ্টার পর ঘণ্টা অবরোধ চলল। তার ফলে অ্যাম্বুল্যান্সে বেঘোরে প্রাণ গেল বছর সাতেকের শিশুর। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার ৫ জন। করোনা কালে দুর্গাপুজোর পর কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রেও একই নিয়ম জারি রয়েছে। শোভাযাত্রা করা যাবে না। বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। এখানেই আপত্তি কৃষ্ণনগরের বাসিন্দাদের একাংশের। তাঁদের দাবি, আগে যেমনভাবে জগদ্ধাত্রী পুজোয় প্রতিমা বিসর্জন হত, সেই নিয়মই জারি থাকুক। সেক্ষেত্রে বেয়ারার কাঁধে চড়িয়ে দেবী প্রতিমাকে নিয়ে যাওয়া হবে কৃষ্ণনগর রাজবাড়িতে। তারপর তা জলঙ্গিতে নিরঞ্জন করা হবে। এই মর্মে পুলিশের কাছে আবেদনও জানিয়েছেন কৃষ্ণনগরের বাসিন্দারা।