ছটপুজোয় ভিড় নিয়ন্ত্রণে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আজ, বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল মন্দির কর্তৃপক্ষ। সূত্রের খবর, করোনা পরিস্থিতির কারণে অতিরিক্ত ভিড়ের চাপ সামলাতেই এই সিদ্ধান্ত। দক্ষিণেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী বলেন, আজ সকালে স্বাভাবিকভাবেই খোলা থাকবে মন্দির প্রাঙ্গণ। তবে দুপুরের পর তা ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে। পুনরায় বৃহস্পতিবার সকালে দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। কুশলবাবুর মতে, মহালয়ার দিনও একই কারণে সকালে মন্দির বন্ধ রাখা হয়েছিল।


