দেশ

ফের কাঠগড়ায় বিজেপি, ত্রিপুরায় তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি!

সুপ্রিম কোর্টের নির্দেশ কিছুতেই মানছে না ত্রিপুরা সরকার। পুরভোটের দিন যতই এগিয়ে আসছে ততই দাঁত নখ বের করে তৃণমূল প্রার্থীদের উপর আক্রমণ শানাচ্ছে বিজেপি আশ্রিত গুণ্ডারা। জানা গিয়েছে, সোমবার রাতে ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা ছাড়ার পরেই আগরতলা পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌরী মজুমদারের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। দু’রাউন্ড গুলি চালানো হয়েছে বলে দাবি করেন গৌরী। অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করে। তৃণমূল প্রার্থী গৌরীর দাবি, স্থানীয় বিজেপি নেতা রঞ্জিৎ মজুমদারের নেতৃত্বে হয় এই হামলা। ত্রিপুরায় পুরভোট যতই এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে সেখানকার রাজনীতিতে। সুপ্রিম নির্দেশ অমান্য করেই বারবার তৃণমূল প্রার্থীদের উপর হামলা চালানোর ঘটনায় কাঠগড়ায় উঠছে বিজেপি। আদালতের নির্দেশ সত্বেও প্রার্থীদের নিরাপত্তা নেই, উল্টে হামলার অভিযোগ করলে পুলিশের তরফে মামলাকারীকেই গ্রেফতার কিংবা হেনস্থা করা হচ্ছে। গত সোমবার রাতে ফের আক্রান্ত হন আগরতলার তৃণমূল প্রার্থী গৌরী মজুমদার। তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোই শুধু নয়, হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।