মানুষ ভোটদানে বাধা পাচ্ছেন ৷ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছেন তিনি ৷ তা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের শাসকদলের বিধায়ক সুদীপ রায়বর্মন ৷ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি বিধায়ক বলেন, “মানুষ যদি শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজেরা দিতে পারেন তাহলে আমি বলব যে গণতান্তিক পদ্ধতিতে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে ৷ কিন্তু তার অন্যথা হলে আমি বলব, গণতন্ত্র এখানে বিপন্ন ৷ আমি ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ পেয়েছি ৷” পাশাপাশি তাঁর অভিযোগ, নির্বাচনের জন্য রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ তা সত্ত্বেও আগরতলা শহরে অনেক বহিরাগতরা প্রবেশ করেছে এবং ভোটকেন্দ্রের কাছে তাদের দেখা গিয়েছে । বিজেপি বিধায়ক বলেন, “বহিরাগতদের এখানে ঢোকার উদ্দেশ্য ভাল নয় । আমি অনেক অভিযোগ পেয়েছি যে জনগণকে তাদের ভোট দিতে দেওয়া হয়নি । আমি একটি ভিডিয়ো দেখেছি যেখানে একজন ব্যক্তি ইভিএমের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, ‘ভোট কোথায় দেবেন’ ৷ আমি চাই, জনগণ যেন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধাপ্রাপ্ত না হন ৷ না হলে আমাদের দল জেতার পরও আগামী নির্বাচনে এর খারাপ প্রভাব পড়বে ।”