আগমী বুধবার কলকাতা পুরভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷ কিন্তু, শনিবার পর্যন্ত কোনও প্রার্থী তালিকা ঠিক করতে পারল না রাজ্য বিজেপি৷ সূত্রের দাবি, প্রার্থী তালিকা প্রস্তুত ও ভোট কৌশল ঠিক করতে এ দিন বৈঠক ছিল৷ কিন্তু, পুরভোটের দায়িত্ব প্রাপ্ত দলের তিন সৈনিকই অনুপস্থিত৷ বরো ভিত্তিক একাধিক বিজেপি নেতাও বৈঠকে অনুপস্থিত ছিলেন৷ যা নিয়ে রাজ্যের বিরোধী দলের পুরভোট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কলকাতা পুরভোটে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও বঙ্গ বিজেপির অন্যতম দুই নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিং মাহাতোকে দায়িত্ব দেওয়া হয়েছিল৷ কিন্তু, এ দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে রাজু বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংহ, জ্যোতির্ময় সিংহ মাহাতো কেউই উপস্থিত ছিলেন না৷