মালদা

বেসরকারি বাণিজ্যিক সংস্থার উদ্যোগে মাশরুম চাষ করে কর্মসংস্থান বৃদ্ধির ওপর কর্মশালা

হক জাফর ইমাম, মালদাঃ বাড়িতে মাশরুম চাষ করে দশ থেকে কুড়ি হাজার টাকা আয় করার নতুন দিশা দেখাচ্ছে একটি বেসরকারি বাণিজ্যিক সংস্থা। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের টাউন হলে বেসরকারি বাণিজ্যিক সংস্থার উদ্যোগে মাশরুম চাষের উপর কর্মসংস্থান বৃদ্ধি রোজগার বাড়ানো নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।এই শিবিরে মালদা জেলার  বিভিন্ন ব্লকের প্রায় ৫০০  সদস্য  প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন ।  পাশাপাশি উপস্থিত হয়েছিলেন ওই বেসরকারি বাণিজ্যিক সংস্থা পদাধিকারী অতিথিগন নিমাইচাদ অধিকারী ,  রতন অধিকারী, আকবর আলী, প্রোডাক্ট ট্রেনার  ড: রঞ্জন মন্ডল। এছাড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মালদা ইউনিটের গ্রোয়ার এন্ড ডেভেলপার  মোকবুল হোসেন, প্রশিক্ষক আখতারুজ্জামান  প্রমুখ । শুরুতেই বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোগতাদের তরফ থেকে মোকবুল হোসেন ও আখতারুজ্জামান বলেন, মাশরুম চাষ করলে শরীর সুস্থ থাকবে এবং অর্থ উপার্জন হবে । সাংসারিক জীবনে অনেকটা সুখ ও স্বাচ্ছন্দ্য বয়ে আনবে । বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের ক্ষেত্রে মাশরুমের রপকারিতা অন্যতম‌। মাশরুম চাষের ক্ষেত্রে স্বল্প ব্যয়ে অধিক আয়। বাড়িতে বসে এই চাষ করা সম্ভব । তাই মাশরুম উৎপাদনের ক্ষেত্রে গ্রামীণ এলাকার মানুষেরা যাতে বেশি করে আগ্রহী হয় তা নিয়ে দিন বিশেষ কর্মশালা আয়োজন করা হয়েছে।