দেশ

‘মহেশ জি এবং শাহরুখকে হেনস্থা করেছে’, বিজেপির বিরুদ্ধে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুম্বই পৌঁছেই বলিউডের শিল্পী ও বিশিষ্টজনদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ  বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপির প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বিজেপি একটা চরম দক্ষিণপন্থী দল, হিংস্র ও অগণতান্ত্রিক। ভারতীয়রা মানুষের ক্ষমতায় বিশ্বাস করে, পেশি শক্তিতে নয়। তাই এদের বিরুদ্ধে লড়তে গেলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে।’ তিনি আরও বলেন, ‘মহেশ জি, আপনাকে কলঙ্কিত ও হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এমনকি শাহরুখকেও হেনস্থা করা হয়েছে। আমাদের বাঁচতে গেলে ও লড়তে গেলে একসঙ্গে লড়াই করতে হবে। তাই যেখানে সুযোগ পাবেন বিজেপির বিরুদ্ধে বলবেন। আপনারা আমাদের পথ দেখান, নির্দেশ দিন, রাজনৈতিক ভাবে মোকাবিলা করব।’ সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে ক্রমাগত কাটছেড়া করার সময় কাঠগড়ায় দাঁড় করানো হয় পরিচালক মহেশ ভাটকে। নানা ইস্যুতে টার্গেট হয়েছিলেন তিনি। যার পিছনে বিজেপির প্রচ্ছন মদত ছিল বলেই দাবি ওয়াকিবহল মহলের। কারণ মুম্বইতে এনআরসি ও সিএএ-আন্দোলনের প্রধান মুখ ছিলেন মহেশ ভাট। তাঁর উদ্যোগেই মুম্বইতে আন্দোলন চলেছিল কিছুদিন। অপরদিকে বিজেপির নিশানায় বরাবরই রয়েছেন শাহরুখ খান। ২০১৭ সালে এক সাক্ষাৎকারে বর্তমান ভারত নিয়ে একটি মন্তব্যের জেরে কিং খানকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি দেওয়া হয়। সদ্য তাঁর বড় ছেলে আরিয়ান খানকে মুম্বই ক্রুজের ড্রাগ মামলায় ‘চক্রান্ত’ করে ফাঁসানো হয়েছে বলেও মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই সমস্ত ঘটনাকে একসঙ্গে করেই মুম্বইয়ের বিশিষ্ট শিল্পীদের সাহস জুগিয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই লড়াইয়ে মারাঠিদের পাশে চাই। কারণ বাঙালি ও মারাঠিদের মধ্যে একটা নির্দিষ্ট সেতু রয়েছে। এদিনের অনুষ্ঠানে গীতিকার-কবি জাভেদ আখতার ছাড়াও হাজির ছিলেন, শত্রুঘ্ন সিনহা, মেধা পাটকার, মহেশ ভাট, স্বরা ভাস্কর, সাহিত্যিক শোভা দে, রাহুল বসু, কঙ্কনা সেন শর্মা, সাফি পারকর, সুধীর কুলকার্নি সহ আরও অনেকে।