কলকাতা

রাজ্যে আসছে না ঘূর্ণিঝড় জাওয়াদ, স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে যখন চিন্তায় বঙ্গবাসী, ক্ষয়ক্ষতি এড়াতে রাজ্য প্রশাসনিক স্তরে চলছে চূড়ান্ত তৎপরতা, তখনই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ শনিবার বিকেলে কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, জাওয়াদের এরাজ্যের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নে ৷ তিনি বলেন, “পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ উপকূলে কোনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই ৷ আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷” সঞ্জীববাবু এদিন জানিয়েছেন, পুরী থেকে প্রায় ৩৯০ কিমি দক্ষিণ-পূর্বে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে জাওয়াদ ৷ ধীরে ধীরে সেটি উত্তর দিকে এগোচ্ছে ৷ আগামী কয়েক ঘণ্টা এভাবেই এগোনোর পর শক্তিক্ষয় হবে এই ঘূর্ণিঝড়ের ৷ দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ ৷ রবিবার দুপুর নাগাদ পুরীর কাছে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় ৷ এরপর আরও দুর্বল হয়ে সেটি এগোবে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জাওয়াদ না এলেও শনিবার সন্ধের পর থেকেই রাজ্যের উপকূলভাগে ঝোড়ো হাওয়া বইবে ৷ হাওয়ার গতি হবে ৩৫-৪৫ কিমি প্রতি ঘণ্টা, যা সর্বোচ্চ ৫৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে ৷ রবিবার বিকেলের পর থেকে এই হাওয়ার দাপট কমবে ৷ তবে ঘূর্ণিঝড় না এলেও আগামী সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বৃষ্টি হবে মূলত রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে ৷ শনিবার ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৷ রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে ৷ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে ৷