আজ রাতে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। তাঁর সঙ্গে ছিলেন আর এক মোর্চা নেতা রোশন গিরি। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের সঙ্গে কথা বলে খুশি দু’জনেই। উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়ে জিটিএ ও পঞ্চায়েত ভোট শিগগিরই সেরে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই ওই নির্বাচন হবে বলেও ঘোষণা করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হাজির হন বিমল গুরুং ও তাঁর বিশ্বস্ত সঙ্গী রোশন গিরি। সূত্রের খবর, বৈঠকে পাহাড়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা সবিস্তারে ব্যাখ্যা করেন দুজনে। কালিম্পং, তরাই ও ডুয়ার্সে শান্তি ও স্থিতাবস্থা বজায়ে জিটিএ নির্বাচন কতটা জরুরি, সেই ব্যাখ্যাও দেন মোর্চার দুই নেতা। জিটিএ’র বর্তমান দায়িত্বপ্রাপ্তরা যে উন্নয়নের দিকে তেমন নজর দিচ্ছেন না, সেই অভিযোগও করেন গুরুং-গিরিরা।