কলকাতা

জঙ্গি ভেবে গ্রামবাসীদের গুলি! সঠিক তদন্ত হোক, নিহতরা যেন ন্যায় পান, নাগাল্যান্ডের ঘটনায় শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নাগাল্যান্ডে জঙ্গি সন্দেহে গুলি চালিয়েছিল ভারতের নিরাপত্তা বাহিনী। তাতে মৃত্যু হয়েছে ১৩ গ্রামবাসীর। মায়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের ওটিং জেলায় চলছিল সন্ত্রাসদমন অভিযান। তাতেই ‘ভুল করে’ প্রাণ গেল নিরীহ গ্রামবাসীদের। একজন নিরাপত্তা বাহিনীর এক জওয়ানেরও মৃত্যু হয়েছে বলে খবর। গ্রামবাসীদের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে সেনাবাহিনী। ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করলেন। পাশাপাশি দাবি করলেন, ন্যায়বিচারের। এদিন মমতা টুইটারে লিখলেন, ‘‌নাগাল্যান্ড থেকে উদ্বেগজনক খবর। শোকাহত পরিবারকে সমবেদনা জানাই। যাঁরা আহত হয়েছে, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের নিশ্চিত করতে হবে, যাতে এই ঘটনায় বিস্তারিত তদন্ত হয় এবং সমস্ত আক্রান্তরা ন্যায়বিচার পান।’‌ অন্যদিকে সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘এই ঘটনা এবং তারপরের ফলাফলের জন্য গভীরভাবে আফশোস করা হয়েছে। দুর্ভাগ্যজনক প্রাণহানির কারণ খতিয়ে দেখতে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ পদ্ধতিতে পদক্ষেপ নেওয়া হবে।’