কলকাতা

দুর্যোগের জের, আকাশপথ বাতিল করে ট্রেনে চেপেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে নিম্নচাপ চলছে। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এমতবস্থায় দুর্যোগের কারণে উত্তরবঙ্গ সফরের জন্য আকাশপথ বাতিল করে আগামীকাল অর্থাৎ সোমবার হাওড়া স্টেশন থেকে ট্রেনেই মালদা পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রবিবার নবান্ন থেকে এ খবরই জানানো হয়েছে। এই সফরে মুখ্যমন্ত্রী উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট পাঁচটি জেলার প্রশাসনিক বৈঠক করবেন। সূত্রে খবর, সোমবার দুপুরে শতাব্দী এক্সপ্রেসে চেপে মালদহ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় মালদহ পৌঁছে সেখানেই থাকবেন তিনি। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী কনভয় নিয়ে যাবেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। সেখানেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শেষ করে মঙ্গলবারই মালদহ ফিরে আসবেন। পরদিন বুধবার সকালে মালদহ জেলার প্রশাসনিক বৈঠক। সেই বৈঠক শেষ করে সড়কপথে মুখ্যমন্ত্রী যাবেন মুর্শিদাবাদ। ওই দিনই বিকেলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। পরদিন মুর্শিদাবাদ থেকে আসবেন নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে। বৃহস্পতিবার কৃষ্ণনগরেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। ওই দিনই কলকাতায় ফিরে আসবেন তিনি।