ঘূর্ণিঝড় জাওয়াদ গভীর নিম্নচাপে বদলে গেলেও ভরা কোটালের কারণে হুগলি নদীতে জলচ্ছ্বাস রয়েছে ৷ তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করা হল হাওড়া-কলকাতা ফেরি চলাচল৷ হাওড়া ও কলকাতার সব ঘাটে ফেরি পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে পরিবহন দফতর ৷ হুগলি নদীর জলস্তর এবং স্রোত বাড়ায় আজ দুপুর থেকে সবক’টি ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সুরক্ষার জন্য হাওড়া ও কলকাতা দুই তরফেই প্রতিটি ঘাটে রিভার ট্রাফিক পুলিশের তরফে নজরদারি করা হচ্ছে৷ সেই সঙ্গে অস্থায়ী ঘাটগুলিতে কেউ যাতে নৌকায় করে নদী পারাপার করতে না পারেন, সেদিকেও নজর রাখা হচ্ছে ৷ হাওড়া পৌরনিগমের তরফেও 24 ঘণ্টার কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷ যাতে পৌরনিগম এলাকায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় ৷ ফেরি পরিষেবা বন্ধ রাখা নিয়ে হাওড়া ফেরিঘাটের এক কর্মী জানান, কর্তৃপক্ষের তরফে লঞ্চ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ খারাপ আবহাওয়া ও অমাবস্যার ভরা কোটালের জন্যই এই নির্দেশ বলে তিনি জানান ৷ তবে, কতদিন এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে, তা নির্দিষ্ট করে কিছু জানায়নি জেলা প্রশাসন ৷ জেটি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷