সারা ভারতের সংবাদ শিরোনামে উঠে এসেছিল মধ্যপ্রদেশের ভিন্দের পুলিশ সুপার মনোজ কুমার সিং-এর নাম। সারা বিশ্বে খ্য়াতনামা ই-কমার্স সংস্থা অ্যামাজন ডট কমের মাধ্যমে ভিন্দ জেলায় গাঁজা সরবরাহ করা হচ্ছিল। মনোজ কুমার সিং-এর নেতৃত্বেই সেই পাচার চক্রকে ধরে ফেলেছিল ভিন্দ পুলিশ। আর তারপর থেকেই জেলার মানুষের কাছে নায়কের আসন পেয়েছিলেন পুলিশ সুপার। শুক্রবার, তাঁকে ভোপালে বদলি করা হয়েছে। যা নিয়ে ভিন্দবাসী ক্ষুব্ধ হলেও, তাঁকে বিদায় জানানো হল স্মরণীয়ভাবে। শনিবার সন্ধ্যায় বিদায়ী এসপি মনোজ কুমার সিং-এর বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছিল তাঁর সতীর্থ পুলিশ সদস্যরা। মনোজ কুমার সিং-কে একটি সুসজ্জিত পালকিতে বসিয়ে, পুলিশ সদস্যরা শহরের পথে একটি শোভাযাত্রা বের করেছিলেন। সেই শোভাযাত্রায় ড্রাম-তাসা নিয়ে উপস্থিত ছিল ব্যান্ড পার্টিও। পালকিতে রীতিমতো রাজার মতো বসেছিলেন বিদায়ী এসপি, আর ড্রামের তালে পা মেলান পুলিশ থেকে সাধারণ মানুষ।
#MadhyaPradesh: Outgoing Bhind SP Manoj Singh is being given a farewell by his colleagues and locals, who him on their shoulders during a programme held late Saturday night. Manoj Singh, who took action against #amazon, has recently been transferred from Bhind to the PHQ, Bhopal. pic.twitter.com/KhsTQfDUm2
— Siraj Noorani (@sirajnoorani) December 5, 2021