জানা যাচ্ছে, ৭ ডিসেম্বর, মঙ্গলবার রাজধানী উড়ে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই বেলা ১টা নাগাদ দলের সাংসদদের নিয়ে সংসদ ভবনে বৈঠকে বসার কথা অভিষেকের। সংসদীয় রণনীতি নিয়ে কথাবার্তা হবে বলে খবর। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরের সেই বৈঠক নিয়ে তুঙ্গে জল্পনা। সূত্রের খবর, ফের গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সঙ্গেই নাকি যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আগামী ১৩ ডিসেম্বর গোয়া যেতে পারেন দু’জনে। দু’দিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে।