জেলা

খড়্গপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, ভাঙচুর চালালো উত্তেজিত জনতা

প্রিয়াংকা সেনগুপ্তঃ  হাসপাতাল থেকে নিখোঁজ রোগী। এই অভিযোগে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা।  জানা গিয়েছে, গত সপ্তাহের বৃহস্পতিবার দিন বিকেলে জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে নারায়ণগড়ের বাসিন্দা দিলীপ দণ্ডপাট খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবারের লোকের দাবি, হাসপাতালের তরফে তাদের জানানো হয় বৃহস্পতিবার রাত থেকে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরেও ওই রোগীর কোনও খোঁজ না মেলায় তার বাড়ির সদস্যরা হাসপাতালের ওপর চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ। উত্তেজিত জনতার দাবি, খড়্গপুর মহকুমা হাসপাতাল থেকে একের পর এক রোগী ক্রমাগত রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে। তাদের কোনও খোঁজ মিলছে না। জন্য হাসপাতাল কর্তপক্ষের উদাসীনতাই দায়ী বলেও অভিযোগ করেছেন উত্তেজিত জনতা। এদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগে হার্টের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সামশেরগঞ্জের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।খড়্গপুর মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, সিকিউরিটি গার্ডদের গাফিলতিতেই এই ঘটনাটি ঘটেছে।  এই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।