কলকাতা

দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ! নাগাল্যান্ডে ১৪জন সাধারণ মানুষের উপর গুলি চালানোর ঘটনার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তৃণমূলের

আজই নাগাল্যান্ডে যাওয়ার কথা ছিল তৃণমূলের ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের। দলে ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, শান্তনু সেন, লোকসভার সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার এবং মুখপাত্র বিশ্বজিৎ দেব। সেইমতো তাঁরা কলকাতা বিমানবন্দরে পৌঁছেও যান বিমান ধরতে। কিন্তু শেষমুহূর্তে খবর পান নাগাল্যান্ডে ১৪৪ ধারা জারি হয়েছে। সবরকম গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সে রাজ্যের সরকার। এরপরই নাগাল্যান্ড সফর বাতিল করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। পাঁচ সদস্য়ের প্রতিনিধি দলকে ফিরিয়ে আনা হয়। পরে এক সাংবাদিক বৈঠক করে তৃণমূলের প্রতিনিধি দলটি নাগাল্যান্ডে সাধারণ মানুষের উপর নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করল। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানালেন সুস্মিতা দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়-রা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব দাবি করেন, স্বাধীনতার পর বিজেপির শাসনেই সবচেয়ে বেশি অশান্ত হয়েছে উত্তর-পূর্ব ভারত। কিন্তু অশান্তি থামানোর কোনও উদ্যোগ নেই বিজেপি সরকারের। বরং সিবিআই-ইডির মতো কেন্দীয় গোয়েন্দা এজেন্সিগুলিকে বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের হেনস্থা করতেই কাজে লাগানো হচ্ছে। দেশের গোয়েন্দা ব্যবস্থা ভেঙে পড়েছে। সুস্মিতা দেবের কথায়, নর্থ-ইস্টের মুখ্যমন্ত্রীদের ডেকে বৈঠক করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জোর করে নয়, কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান করুন অমিত শাহ। পাশাপাশি AFSPA নিয়েও আলোচনা চালানোর চেষ্টা করুক কেন্দ্রীয় সরকার। পাশাপাশি সুস্মিতা দেব বলেন, “আমরা গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা করছি। মৃতদের পরিবারকে সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। তৃণমূল নাগাল্যান্ডের মানুষের পাশে রয়েছে।