জেলা

মদ-গাঁজার আসরের প্রতিবাদ করায় যুব তৃণমূল কর্মী লক্ষ্য করে গুলি, অপারেশনের পর আপাতত বিপদমুক্ত

পুরভোটের যখন আর ৪৮ ঘন্টাও বাকি নেই, তখন গুলি চলল ডায়মন্ড হারবারে।  ভরসন্ধেয়, শহরের ১২ নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূলকর্মী। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। উদ্ধার করা হয়েছে গুলি খোল ও বন্দুক। জানা গিয়েছে, আক্রান্তের নাম বিশাল খেয়ারি। বাড়ি, ডায়মন্ড হারবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রেল কলোনীতে। এলাকার সক্রিয় তৃণমূলকর্মী হিসেবে পরিচিত বিশাল। এলাকাটিও যথেষ্ট ঘনবসতিপূর্ণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা নামলেই রেল কলোনীর মাঠে মদ-গাঁজার বসত। এদিন সন্ধ্যায়ও যথারীতি আসর বসিয়েছিল দুষ্কৃতীরা। প্রতিবাদ করেছিলেন বিশাল। এরপরই তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়।  তড়িঘড়ি ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে  জানা গিয়েছে, পায়ে গুলি লেগেছে বিশালের। তবে অপারেশনের পর আপাতত তিনি বিপদমুক্ত । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় শহরজুড়ে । এই ঘটনায় জড়িত তিনজনকে আপাতত গ্রেফতার করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ ৷ ধৃতদের নাম সৌরিশ দে, বুদ্ধদেব চিত্রকর ওরফে ডোঙা এবং রাজেশ পান্ডে । প্রত্যেকেই ডায়মন্ডহারবার পুরসভা এলাকার ১২ নং ওয়ার্ডের বাসিন্দা ।