দেশ

“১৮ বছরে প্রধানমন্ত্রী বাছতে পারলে জীবনসঙ্গী নয় কেন?” মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধির বিরোধিতায় করে কটাক্ষ আসাউদ্দিন ওয়াইসি-র

গত বুধবারই মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার প্রস্তাব পাশ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। যদিও কেন্দ্রীয় এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন একাধিক নেতা। এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি শুক্রবার কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে কটাক্ষ করে বলেছেন একজন ১৮ বছর বয়সি মেয়ে যদি প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারেন তাহলে জীবনসঙ্গীও নির্বাচন করতে পারবেন।  সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পিতৃত্ববাদের এটি একটি খুব ভাল উদাহরণ। ১৮ বছর বয়সে একজন মেয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ব্যবসা শুরু করতে পারে, প্রধানমন্ত্রী-সাংসদ বিধায়ক নির্বাচন করতে পারে। তাহলে জীবনসঙ্গী নয় কেন? আমি মনে করি যে ছেলেদেরও বিয়ের ন্যূনতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা উচিত।”