কলকাতা

‘টাকার বিনিময়ে প্রার্থী করেছে বিজেপি’, পুরভোটের দিন ফের বিস্ফোরক রূপা

এর আগেও দল বারবার তাঁর জন্য অস্বস্তিতে পড়েছে। একাধিকবার তাঁর জন্য ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের। বিজেপির অন্দরের কথা এবার ফাঁস করে ফের বিতর্ক তৈরি করলেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। আজ কলকাতা পুরভোটের দিনে আরও একবার বিজেপির অস্বস্তি বাড়ালেন রূপা গঙ্গোপাধ্যায়। ভোট দেওয়ার পর ফের রাজ্য বিজেপিকে তোপ দাগলেন তিনি। রূপার বিস্ফোরক অভিযোগ, বেশ কিছু জায়গায় টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকেও নিশানা করেন রূপা। নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসের পাশেই যে তিনি বরাবর রয়েছেন, তা স্পষ্ট করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।