দেশ

প্রাক্তন জেডিইউ সাংসদ পবন বর্মাকে সর্বভারতীয় সহ সভাপতি করল তৃণমূল

তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি হলেন পবন বর্মা। রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তৃণমূলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে এই পদে নিয়োগ করেছেন। জেডিইউ-এর এই প্রাক্তন সাংসদ গত ২৩ নভেম্বর তৃণমূলে যোগ দিয়েছেন। বিহারের রাজনীতিতে অতি পরিচিত নাম পবন। নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময় তিনি তৃণমূলে যোগদান করেন। যোগদানের এক মাস পরেই তাঁকে দেওয়া হল সর্বভারতীয় সহসভাপতির পদ।  প্রসঙ্গত, বিহারের রাজনীতিতেও পবন ভোটকুশলী প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ২০২০ সালের ২৯ জানুয়ারি দলবিরোধী কাজের জন্য প্রশান্তকে দল থেকে বহিষ্কার করেন নীতীশ কুমার। তারপরেই জেডিইউ থেকে বহিষ্কার করা হয়েছিল পবনকে। পবন বর্মা একজন দক্ষ কূটনীতিবিদ। ভুটানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন এক কালে। পরবর্তী সময়ে রাজনীতিতে পা রেখেন। প্রথমে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপদেষ্টার পদে ছিলেন তিনি। পরে জেডিইউয়ের টিকিটেই রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। নীতীশ কুমারও যথেষ্ট ভরসা রাখতেন এই দুঁদে কুটনীতিকের উফর। এককালে জনতা দল ইউনাইটেডের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছিলেন পবন বর্মা। দলের মুখপাত্রের ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে।