দেশ

তিন দল থেকেই বিজেপিতে যোগ মুকুলের হাত ধরে

ইন্দ্রনীল সেন, নয়াদিল্লিঃ আজ দিল্লিতে বিজেপির হেড কোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে বাম-তৃণমূল ও কংগ্রেস থেকে তিনজন বড় নেতা বিজেপিতে যোগ দিলেন মুকুল রায়ের হাত ধরে। এদিন বেলা গড়ানোর পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বহিষ্কৃত নেতা অনুপম হাজরা বিজেপিতে যোগ দিতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই অনুপমের যোগদানের জল্পনা চলছিল। তবে বিজেপিতে যোগ দিলেই মামলা দিয়ে দেওয়া হবে, এই ভয়ে অনুপম গেরুয়া শিবিরে যোগ দিতে পারছিলেন না। তবে সেসব ভয়কে দূরে সরিয়ে এদিন রাজধানী দিল্লিতে বিজেপির দফতরে গিয়ে অনুপম গেরুয়া শিবিরে যোগ দিলেন। সিপিএম-কংগ্রেস থেকেও বিজেপিতে। বাগদার কংগ্রেস নেতা দুলাল চন্দ্র বরকে দলে টেনে নিল বিজেপি। মুকুল রায়ের হাত ধরে এদিন দুলাল গেরুয়া শিবিরে যোগ দিলেন। তিনি লোকসভার সাংসদ ছিলেন। এর পাশাপাশি সিপিএম নেতা তথা মালদহ হাবিবপুরের বিধায়ক খগেন মুর্মুও এদিন বাম শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।