গতকালই ৪ পৌরনিগমের ভোটের কথা জানিয়েছে কমিশন ৷ আজ, মঙ্গলবার শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগর – এই চার পৌরনিগমের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন ৷ তবে গতকাল পৌর নির্বাচনের দিন ঘোষণার সময় থেকেই ওই চারটি এলাকায় জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি ৷ পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি পৌরনিগম এবং শতাধিক পৌরসভার নির্বাচন গত কয়েক বছর ধরেই বকেয়া পড়ে ছিল ৷ তার মধ্যে গত ১৯ জানুয়ারি কলকাতা পৌরনিগমের নির্বাচন হয় ৷ ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি ওয়ার্ডে জয় পায় তৃণমূল ৷ ওই নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই চারটি পৌরনিগমের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন ৷ আগামী ২২ জানুয়ারি ওই চারটি পৌরনিগমে ভোট ৷ গণনা ২৫ জানুয়ারি ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি । সেই মনোনয়নের স্ক্রুটিনি হবে ৪ জানুয়ারি । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৬ জানুয়ারি ।