দেশ

স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমল, কপালে ভাঁজ প্রবীণ নাগরিকদের

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া আমাতনকারীদের জন্য খারাপ খবর। কারণ স্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমান হচ্ছে । নগদের জোগান বেড়ে যাওয়ায় সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সুদের হার ১অগস্ট থেকে কার্যকরী হচ্ছে। ৪৫ দিন থেকে ১০ বছর মেয়াদ পর্যন্ত আমানতে সুদের হার কমানো হচ্ছে। আগামী ১ অগস্ট থেকে নয়া নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক কোন মেয়াদে কতটা সুদের হার কমল –

  • ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ৫.৭৫ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
  • ৪৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত মেয়াদে স্থায়ী আমনতে সুদের হার কমিয়ে করা হল ৫.৭৫ শতাংশ। আগে সুদের হার ছিল ৬.২৫ শতাংশ।
  • ১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে।
  • এক বছর থেকে দু’বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমিয়ে করা হল ৬.৮০ শতাংশ।