আগামীকাল ভার্চুয়ালি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটউট-এর দ্বিতীয় ক্যামপসের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালিই যোগ থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ প্রধানমন্ত্রীর অফিসের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং বিস্তারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে এনসিআই-এর দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি হয়েছে ৷ “সিএনসিআই-তে প্রচুর ক্যানসার রোগীর ভিড় হচ্ছে ৷ এতে চাপের সম্মুখীন হচ্ছে ক্যানসার হাসপাতালটি৷ তাই একে বাড়ানোর কথা ভাবা হয় ৷ দ্বিতীয় ক্যাম্পাসের মাধ্যমে এই প্রয়োজন পূর্ণ হবে”, জানিয়েছে প্রধানমন্ত্রীর অফিস ৷ এই প্রজেক্ট তৈরিতে খরচ হয়েছে ৫৩০ কোটি টাকা ৷ এর মধ্যে ৪০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং বাকিটা পশ্চিমবঙ্গ সরকার ৷ অর্থাৎ দ্বিতীয় ক্যাম্পাস তৈরির খরচ কেন্দ্র ও রাজ্য সরকার ৭৫ঃ২৫ অনুপাতে বহন করেছে ৷ শুধুমাত্র ক্যানসার চিকিৎসার জন্য নির্মিত এই ইউনিটে ৪৬০টি বেড থাকবে ৷ যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয়, পরবর্তী ধাপ, চিকিৎসা এবং যত্ন পাবেন রোগীরা ৷ এই ক্যাম্পাসে নিউক্লিয়ার মেডিসিন, ৩.০ টেসলা এমআরআই, ১২৮ স্লাইস সিটি স্ক্যানার, রেডিয়োনিউক্লিড থেরাপি ইউনিট, এনডোস্কোপি সুট এরকম আরও অনেক কিছুর সুবিধে রয়েছে ৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, “ক্যাম্পাসটিতে আধুনিক ক্যানসার গবষেণার সুযোগ রয়েছে এবং ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য সবরকম চিকিৎসা হবে এখানে ৷ বিশেষত দেশের পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে আসা রোগীদের জন্য ৷”