দেশ

খুনের ঘটনায় অভিযুক্ত উত্তরপ্রদেশের ৬ পুলিশ, চার্জশিট সিবিআইয়ের

সিবিআই শুক্রবার গোরখপুরের একটি হোটেলে কানপুরের ব্যবসায়ী মনীশ গুপ্তার মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের ছয় পুলিসকর্মীর বিরুদ্ধে একটি চার্জশিট জমা দিয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং হত্যার অভিযোগ আনা হয়েছে। লখনউয়ের একটি স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া চার্জশিটে, সিবিআই ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০২ (খুন), ২০১ (প্রমাণ নষ্ট), আইপিসি ধারা ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) সহ অন্যান্য ধারাগুলি যুক্ত করেছে। তৎকালীন এসএইচও/ইন্সপেক্টর জগৎ নারায়ণ সিং, তিনজন সাব-ইন্সপেক্টর অক্ষয় মিশ্র, বিজয় যাদব এবং রাহুল দুবে এবং হেড কনস্টেবল কমলেশ যাদব এবং একজন কনস্টেবল প্রশান্ত কুমার, এই  ছয় পুলিসকর্মীর বিরুদ্ধে জমা দেওয়া হয়েছে চার্জশিট।গত বছরের ২৭শে সেপ্টেম্বর মধ্যরাতে গোরখপুরের রামগড় তাল থানার পুলিসকর্মীরা গুপ্তার হোটেল রুমে ঢুকে তাকে মারধর করে। এর ফলে তার মৃত্যু হয়।