বিদেশ

পাকিস্তানে ব্যাপক তুষারপাত, আটকে হাজার হাজার গাড়ি, লাল সতর্কতা উপেক্ষা করে ঘুরতে গিয়ে ঠান্ডায় মৃত শিশু সহ ২১ পর্যটক

পাকিস্তানে তুষারপাত উপভোগ করতে গিয়ে ডেকে আনলেন সাক্ষাত মৃত্যুকে। প্রবল তুষারে রাস্তায় আটকে পড়ল প্রায় ১ হাজার হাজার পর্যটকভর্তি গাড়ি। সেই তুষারেই জমে গিয়ে মৃত্যু হল ৯ শিশু সহ ২১ পর্যটকের। পাকিস্তানের হিল স্টেশন মুরি-র ঘটনা। পর্যটকদের উদ্ধারে সেনা নামিয়েছে পাকিস্তান সরকার।  ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইটে তিনি লিখেছেন, অভাবনীয় তুষারপাত ও  আবহাওয়ার খবর না নিয়েই হিল স্টেশনে যাওয়াতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এনিয়ে তদন্তের আদেশ দিয়েছি। দুর্গতদের উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।