পাকিস্তানে তুষারপাত উপভোগ করতে গিয়ে ডেকে আনলেন সাক্ষাত মৃত্যুকে। প্রবল তুষারে রাস্তায় আটকে পড়ল প্রায় ১ হাজার হাজার পর্যটকভর্তি গাড়ি। সেই তুষারেই জমে গিয়ে মৃত্যু হল ৯ শিশু সহ ২১ পর্যটকের। পাকিস্তানের হিল স্টেশন মুরি-র ঘটনা। পর্যটকদের উদ্ধারে সেনা নামিয়েছে পাকিস্তান সরকার। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইটে তিনি লিখেছেন, অভাবনীয় তুষারপাত ও আবহাওয়ার খবর না নিয়েই হিল স্টেশনে যাওয়াতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এনিয়ে তদন্তের আদেশ দিয়েছি। দুর্গতদের উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।