প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট পরীক্ষার ফল ঘোষণা হচ্ছে ১১ মাস ১০ দিন বাদে। ২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুসারে ২০২১ সালের ৩১ জানুয়ারি পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার ফল ঘোষণার বিজ্ঞপ্তি জারি হল। সোমবার সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য টেটের ফলাফল প্রকাশের কথা ঘোষণা করেন। । পরীক্ষা পাশ করেছেন মোট ৯ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী। ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিলেই দেখা যাবে ফল। পুজোর আগে টেটের ফলাফল প্রকাশের কথা থাকলেও তা নানা কারণে পিছিয়ে যায়। অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হল। ২০১৭ সালের প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরীক্ষা নেওয়া হয় ২০২১ সালের ৩১ জানুয়ারি।